Featured Post

‘ছি ছি করে সমাজ, অথচ ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করলাম

Image
  মাত্র দশ বছর বয়সে বিয়ে হয়েছিল ফিরোজা বেগমের। গ্রাম থেকে বেশ দূরে, মাদারীপুরের তরকীতে ছিল শ্বশুরবাড়ি। স্বামী চাষবাস করতেন। বিলের ধারের বাড়িতে স্বামী-সন্তান নিয়ে সুখেই কাটছিল তাদের দিন। মুক্তিযুদ্ধের আগেই তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান। কিন্তু একাত্তরের কালরাত্রি সেই সুখ সইবে কেন? ফিরোজা বেগমের জবানিতেই উঠে আসে সেই সুখস্মৃতি ও তার করুণ পরিণতির কথা, “স্বাধীনের আগেই একটা পোলা হইছিল। স্বামী-সন্তান নিয়া সুখেই দিন কাটত। দেশে যহন যুদ্ধ হয় তহন কোলের ছেলেডার বয়স ৬ মাস। গুটি গুটি পায়ে হাঁটে। আমারও প্রাণ জুড়ায়া যায়।” কিন্তু যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে গ্রামে। পাকিস্তানি সেনারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে শুরু করে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক পালাতে থাকে। ফিরোজা বেগমের বাড়িতেও আগুন দেয় তারা। প্রথমে এক বাড়িতে আশ্রয় নিলেও, পরে মিলিটারির আসার খবরে মামাবাড়ির দিকে পালানোর সিদ্ধান্ত নেন তারা। আর ঠিক তখনই যমদূতের মতো হাজির হয় পাকিস্তানি সেনা। ঝোপের আড়ালে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। কোলের ছয় মাসের শিশুটিই কাল হয়ে দাঁড়ায় নরপিশাচদের কাছে। ফিরোজা বেগম বলেন, “ওরা আইসা প্রথম কোল থিকা ওরে ছাড়াইয়া নেয়। ভয়...

চীন সীমান্তের কাছে ভারতের নতুন বিমানঘাঁটি

 


চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই লাদাখে নতুন সামরিক বিমানঘাঁটি চালু করেছে ভারত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত মুধ-নিওমা বিমানঘাঁটিতে সি-১৩০জে সামরিক পরিবহন বিমানের অবতরণের মাধ্যমে ঘাঁটির উদ্বোধন করেন।

চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে এই ঘাঁটি যুদ্ধবিমান পরিচালনার উপযোগী এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি লাদাখ অঞ্চলে ভারতের তৃতীয় প্রধান সামরিক স্থাপনা।

ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর বলেন, ‘লাদাখের এই নতুন ঘাঁটি চীন ও পাকিস্তান, উভয় প্রতিপক্ষের জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।’

উল্লেখ্য, ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তিক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। তবুও সীমান্তে অবিশ্বাস ও সামরিক উপস্থিতি উভয় পক্ষের মধ্যে এখনো বিদ্যমান। 

আরও পড়ুন

Comments

Popular posts from this blog

শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

স্ত্রীকে না পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা, অতঃপর মেয়ে যা করলেন