‘ছি ছি করে সমাজ, অথচ ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করলাম
চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই লাদাখে নতুন সামরিক বিমানঘাঁটি চালু করেছে ভারত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত মুধ-নিওমা বিমানঘাঁটিতে সি-১৩০জে সামরিক পরিবহন বিমানের অবতরণের মাধ্যমে ঘাঁটির উদ্বোধন করেন।
চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে এই ঘাঁটি যুদ্ধবিমান পরিচালনার উপযোগী এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি লাদাখ অঞ্চলে ভারতের তৃতীয় প্রধান সামরিক স্থাপনা।
ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর বলেন, ‘লাদাখের এই নতুন ঘাঁটি চীন ও পাকিস্তান, উভয় প্রতিপক্ষের জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।’
উল্লেখ্য, ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তিক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। তবুও সীমান্তে অবিশ্বাস ও সামরিক উপস্থিতি উভয় পক্ষের মধ্যে এখনো বিদ্যমান।
Comments
Post a Comment