Featured Post

‘ছি ছি করে সমাজ, অথচ ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করলাম

Image
  মাত্র দশ বছর বয়সে বিয়ে হয়েছিল ফিরোজা বেগমের। গ্রাম থেকে বেশ দূরে, মাদারীপুরের তরকীতে ছিল শ্বশুরবাড়ি। স্বামী চাষবাস করতেন। বিলের ধারের বাড়িতে স্বামী-সন্তান নিয়ে সুখেই কাটছিল তাদের দিন। মুক্তিযুদ্ধের আগেই তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান। কিন্তু একাত্তরের কালরাত্রি সেই সুখ সইবে কেন? ফিরোজা বেগমের জবানিতেই উঠে আসে সেই সুখস্মৃতি ও তার করুণ পরিণতির কথা, “স্বাধীনের আগেই একটা পোলা হইছিল। স্বামী-সন্তান নিয়া সুখেই দিন কাটত। দেশে যহন যুদ্ধ হয় তহন কোলের ছেলেডার বয়স ৬ মাস। গুটি গুটি পায়ে হাঁটে। আমারও প্রাণ জুড়ায়া যায়।” কিন্তু যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে গ্রামে। পাকিস্তানি সেনারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে শুরু করে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক পালাতে থাকে। ফিরোজা বেগমের বাড়িতেও আগুন দেয় তারা। প্রথমে এক বাড়িতে আশ্রয় নিলেও, পরে মিলিটারির আসার খবরে মামাবাড়ির দিকে পালানোর সিদ্ধান্ত নেন তারা। আর ঠিক তখনই যমদূতের মতো হাজির হয় পাকিস্তানি সেনা। ঝোপের আড়ালে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। কোলের ছয় মাসের শিশুটিই কাল হয়ে দাঁড়ায় নরপিশাচদের কাছে। ফিরোজা বেগম বলেন, “ওরা আইসা প্রথম কোল থিকা ওরে ছাড়াইয়া নেয়। ভয়...

আমার বাড়িতে থাকতে গেলে ;সে;;ক্স; করতে হবে


 কেরিয়ারের শুরুর প্রথম দিকে হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। তাই পুনেতে বাড়ি ভাড়া করে থাকতেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তেজস্বিনী পন্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের খারাপ অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। সৌমিত্র পোটের পডকাস্ট Mitramhane-এ অতিথি হিসাবে আসেন তেজস্বিনী। সেখানেই তিনি জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। সেই কথা বলতে গিয়েই অভিনেত্রী জানান পুনের ওই বাড়ি মালিক কী ভাবে তাঁকে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার হাতছানি দিয়েছিলেন। বাড়ি ভাড়া দেওয়ার নামে তাঁর কাছে অন্যায় আবদার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার বাড়িতে থাকতে গেলে সেক্স করতে হবে’। (ছবি সৌজন্যে Instagram@tejaswini_pandit)

সালটা ছিল ২০০৯-২০১০। সেই সময় মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছিল। তখন পুনের সিংহগড় রোডের একটি ভাড়া বাড়িতেই থাকতাম। বাড়ির মালিকের অফিসে ভাড়া দিতে গিয়েছিলেন তখন কোনও রকম রাখঢাক না করেই সরাসরি যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

বাড়ি মালিকের কপ্রস্তাবে তো একেবারে রাগে ফেটে পড়েছিলেন অভিনেত্রী। টেবিলারে উপর রাখা গ্লাসের জল ছুঁড়ে বাড় মালিকের মুখে মেরেছিলেন। সেই সঙ্গে এটাও বলেছিলেন যে সারা জীবন ভাড়া বাড়িতে থাকবেন না। নিজের বাড়ি-গাড়ি সবটাই তিনি করবেন।

ফিল্মি দুনিয়ার তারকা হওয়ার দৌলতে তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই বাড়ি মালিক। সেই সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতিও খানিকটা দুর্বল থাকায় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন।
জীবনের সেই কঠিন পরিস্থিতি থেকে অনেক শিক্ষালাভ করেছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তেজস্বিনী পন্ডিত। সেই কথা পডকাস্টে নিজেই জানিয়েছেন রুপোলি দুনিয়ার এই তারকা।
জীবনের সেই কঠিন পরিস্থিতি থেকে অনেক শিক্ষালাভ করেছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তেজস্বিনী পন্ডিত। সেই কথা পডকাস্টে নিজেই জানিয়েছেন রুপোলি দুনিয়ার এই তারকা।

Comments

Popular posts from this blog

শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

স্ত্রীকে না পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা, অতঃপর মেয়ে যা করলেন