Featured Post

মা-মেয়ের ত্রিভুজ প্রেম, বিয়ে ও একটি খুন

Image
  তেলেঙ্গানায় নববিবাহিত এক যুবকের খুনের ঘটনায় পুলিশের তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিয়ের এক মাস পর তেজেস্বর নামের ওই যুবকের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, তাঁর স্ত্রী ঐশ্বর্য ও প্রেমিক তিরুমল রাও ‘মেঘালয়ের রাজা রঘুবংশী মধুচন্দ্রিমা হত্যাকাণ্ড’ নিয়ে আলোচনা করেছিলেন। তাঁরা তেজেস্বরকে হত্যা করে পুলিশকে বিভ্রান্ত করার জন্য ওই হত্যাকাণ্ডের মতো পরিকল্পনা করার কথাও ভেবেছিলেন। তেলেঙ্গানা রাজ্যের গাদোওয়াল পুলিশের প্রধান টি শ্রীনিবাস রাও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ঐশ্বর্য ও তিরুমল রাও পুলিশকে বলেছেন, তাঁরা প্রাথমিকভাবে রাজা রঘুবংশীকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবেই তেজেস্বরকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনাটি ছিল সহজ—ঐশ্বর্য তেজেস্বরকে বাইকে করে বাইরে নিয়ে যেতে রাজি করাবেন। পথে ভাড়াটে খুনিরা তাঁদের ওপর হামলা করবে এবং তেজেস্বরকে হত্যা করা হবে। এরপর ঐশ্বর্য তিরুমল রাওয়ের সঙ্গে পালিয়ে যাবেন। তাঁরা ভেবেছিলেন, এতে পুলিশ বিভ্রান্ত হবে এবং হত্যা ও অপহরণের বিষয়টি নিয়ে তদন্ত করবে। রাজা রঘুবংশী হত্যার ঘটনাটিও ঠিক এভাবেই ঘটেছিল। রাজার মরদেহ পাও...

বিশেষ একটি দেশ থেকে পারমাণবিক বোমা পাচ্ছে ইরান?


 বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিস্ফোরক ঘোষণা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন—ইরান শুধু পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে না, বরং এখন পরমাণু অস্ত্র পাওয়ার দিকেও এগোচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বের কিছু দেশ সরাসরি ইরানকে পারমাণবিক বোমা দিতে প্রস্তুত।

রবিবার সকালে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল—ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু মেদভেদেভের বক্তব্য সেই যুক্তিকে বুমেরাং করে তুলেছে।

মস্কো এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালানো জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।”

রাশিয়া এখন কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও, এই সুরের নিচে রয়েছে একটি সম্ভাব্য কৌশলগত মেরুকরণ। যা শুধু যুক্তরাষ্ট্র-ইরান বিরোধেই সীমাবদ্ধ নয়, বরং চীন, রাশিয়া, উত্তর কোরিয়াকে একত্র করে এক অঘোষিত অক্ষ গড়ে তুলছে।

হামলার আগের দিন ইরানের ফোরদো স্থাপনার কাছে সন্দেহজনকভাবে কিছু ট্রাক উপস্থিত ছিল—একটি স্যাটেলাইট চিত্রে এমনটাই দেখা গেছে। অনেকেই ধারণা করছেন, এ থেকেই হয়তো যুক্তরাষ্ট্র নিশ্চিত হয় যে সেখানে গোপন কার্যক্রম চলছে।

তবে তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। ইরান দাবি করে, “স্থাপনাগুলো অক্ষত রয়েছে এবং কোন তেজস্ক্রিয়তা ছড়ায়নি।”

মেদভেদেভ বলেন, “এই হামলা ইরানের জনগণের মনোবল ভাঙেনি। বরং আগের চেয়েও তারা সরকারের পাশে দাঁড়িয়েছে। এমনকি যারা আগে সমালোচক ছিলেন, তারাও এখন জাতীয় নেতৃত্বের প্রতি একাত্মতা প্রকাশ করছেন।”

এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন—কোন দেশ ইরানকে পরমাণু বোমা দিতে রাজি হয়েছে?

Comments

Popular posts from this blog

স্ত্রীকে না পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা, অতঃপর মেয়ে যা করলেন

মা-মেয়ের ত্রিভুজ প্রেম, বিয়ে ও একটি খুন